Friday, May 29, 2015

বর্ষায় চরাচর

বর্ষায় চরাচর

                                           -এ,এস,এম সজীব হাসান
বর্ষায় অংকুরোদ্গম হয়, ফুল ফোটে 
পল্লবিত হয়ে ওঠে বৃক্ষরাজি।
বর্ষার প্রথম ফুল কদম সে যেন কত
যুগ-যুগান্তের অপেক্ষার উপহার। বর্ষার
এই প্রথম কদম যেন বাংলা প্রকৃতির
প্রথম কবিতা। আজ আমাদের জীবনের
চারপাশের এই নিষ্ঠুরতা, দূরত্বতা,
অমানবিকতা ও বীভৎসতার মধ্যে বর্ষাও
বর্ষা প্রকৃতির এই স্নিগ্ধ, কোমল
হৃদয়ানুভুতি যদি আবার
আমাদের ভালবাসতে শেখায়, চঞ্চলও
মুখর করে তোলে, বর্ষায় বৃষ্টির ছন্দে,
ফুলের সুগন্ধে যদি জীবনকে সজীব
সজল ও প্লাবিত করে বর্ষার ভরা নদী,
বৃষ্টির অফুরন্ত জলধারা, তা হলেই হয়-তো
এই অবক্ষয়, রুক্ষতা ও গ্লানির শেষ হবে,
শেষ হবে দুঃখ, তাপ, জড়া অসুস্থ্যতা।
বাংলার প্রকৃতি জুড়ে আজ এই যে
অন্তহীন খরা, বৃষ্টিহীন রুক্ষ আকাশ,
নির্দয়তা নব-বর্ষায় এর শেষ হোক
আবার পরিপূর্ণ প্লাবিত হয়ে উঠুক জীবন,
আবেগে ভালবাসায় ও অনুভবে
শুদ্ধ, পরিশ্রুত ও বিমোহিত হোক
জীবন ও প্রকৃতির এই চরাচর।

No comments:

Post a Comment