Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Friday, May 29, 2015

বর্ষায় চরাচর

বর্ষায় চরাচর

                                           -এ,এস,এম সজীব হাসান
বর্ষায় অংকুরোদ্গম হয়, ফুল ফোটে 
পল্লবিত হয়ে ওঠে বৃক্ষরাজি।
বর্ষার প্রথম ফুল কদম সে যেন কত
যুগ-যুগান্তের অপেক্ষার উপহার। বর্ষার
এই প্রথম কদম যেন বাংলা প্রকৃতির
প্রথম কবিতা। আজ আমাদের জীবনের
চারপাশের এই নিষ্ঠুরতা, দূরত্বতা,
অমানবিকতা ও বীভৎসতার মধ্যে বর্ষাও
বর্ষা প্রকৃতির এই স্নিগ্ধ, কোমল
হৃদয়ানুভুতি যদি আবার
আমাদের ভালবাসতে শেখায়, চঞ্চলও
মুখর করে তোলে, বর্ষায় বৃষ্টির ছন্দে,
ফুলের সুগন্ধে যদি জীবনকে সজীব
সজল ও প্লাবিত করে বর্ষার ভরা নদী,
বৃষ্টির অফুরন্ত জলধারা, তা হলেই হয়-তো
এই অবক্ষয়, রুক্ষতা ও গ্লানির শেষ হবে,
শেষ হবে দুঃখ, তাপ, জড়া অসুস্থ্যতা।
বাংলার প্রকৃতি জুড়ে আজ এই যে
অন্তহীন খরা, বৃষ্টিহীন রুক্ষ আকাশ,
নির্দয়তা নব-বর্ষায় এর শেষ হোক
আবার পরিপূর্ণ প্লাবিত হয়ে উঠুক জীবন,
আবেগে ভালবাসায় ও অনুভবে
শুদ্ধ, পরিশ্রুত ও বিমোহিত হোক
জীবন ও প্রকৃতির এই চরাচর।

Thursday, May 14, 2015

বৃষ্টি পড়ে টাপুর টুপুর



বৃষ্টি পড়ে টাপুর টুপুর


বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান

যদি ডেকে বলি, এসো হাত ধরো
চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে
করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি; জানি আমি জানি
অকারনে তবু কেন কাছে ডাকি
কেন মরে যাই তৃষ্ণাতে
এইই এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে

কত না প্রণয়, ভালোবাসাবাসি
অশ্রু সজল কত হাসাহাসি
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্ণাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে

যদি ডেকে বলি, এসো হাত ধরো
চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে
করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি; জানি আমি জানি
অকারনে তবু কেন কাছে ডাকি
কেন মরে যাই তৃষ্ণাতে
এইই এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে

বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান

Monday, April 27, 2015

কেউ কথা রাখেনি



কেউ কথা রাখেনি 
                        - সুনীল গঙ্গোপাধ্যায় 
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলো
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভুক অমবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বোষ্টুমি আর এলো না
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি

মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে !
নাদের আলি, আমি আর কত বড় হবো ? আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে ?

একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব
অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পড়া ফর্সা রমণীরা কতরকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি !
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন আমরাও...
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবে না !

বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে !
ভালবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮ নীলপদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে কোন নারী !
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনা !

Friday, April 17, 2015

সখা তুই কই যাবি

সখা তুই কই যাবি

                 -সংগৃহীত
"সখা তুই কই যাবি???
আমার অস্তিত্ব তোর সাথে যাবে
নিয়ে যা!!!!
সখা তুই কই যাবি???
আমার মনটা তোর সাথে যাবে
নিয়ে যা!!!
সখা তুই কই যাবি???
এই সখা কই যাবি???
তুই আমাকে নিয়ে যা না তোর
সাথে
আমি তোর জন্য নাহয় রোদ,বৃষ্টি,ঝড়
সহ্য
করব
এই সখা নিবি আমায়???
নাই বা নিলি শুধু আমার
মনটা নিয়ে যা
যেটা তোর খেয়াল রাখবে
আমার কথা মনে করিয়ে দেবে
নিয়ে যা সখা
নিয়ে যা
ওইটা তোর "

Tuesday, April 14, 2015

এক পায়ে নুপুর



এক পায়ে নুপুর
           - তপু আনিলা
এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি
এক পাশে সাগর , এক পাশে বালি
তোমার ছোট তরী বল
নেবে কি ?

বলবনা আকাশের চাঁদ এনে দেব
বলবনা তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দিবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা
আমার ছোট তরী বল যাবে কি ?

নয় মিছে আশা, নয় শুধু ভালবাসা
নয় অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি
আমাদের তরী আজো এক বন্ধুত্ব
তোমার ছোট তরী বল নেবে কি ?

চাঁদের আলো যদি ভালো লাগে
কাল হয়ে যায় ঝাপসা
তোমার তরী যদি চলে যায় ফিরে আর আসবেনা
যত ভালোবাসী তারে
দুরে রয়ে যাব, তাতো আমি জেনেছি

এক পায়ে নুপুর তোমার
অন্য পা খালি
এক পাশে সাগর , এক পাশে বালি
তোমার ছোট তরী বল
নেবে কি ?